সন্দেহজনক করোনা রোগীদের নমুনা সংগ্রহের জন্য সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। আজ সোমবার ( ৮ জুন) দুপুরে ফিতা কেটে বুথটির উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ উৎপল দাশ সহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জানান, বুথ স্থাপন হওয়ায় করোনা সন্দেহজনক রোগীদের নমুনা সংগ্রহে সুবিধা হবে। এতে রোগী এবং নমুনা সংগ্রহকারী দুজনেরই নিরাপত্তা বজায় থাকবে।

তিনি জানান, বুথটি স্থাপনে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব অজিত দেব আর্থিক সহায়তা করেছেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, করোনার বিরূপ পরিস্থিতিতে সোনাগাজীবাসীর জন্য নিজ উপজেলায় স্বাস্থ্যসেবা নিশ্চিতে এ বুথ স্থাপন করা হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে যখন যে সেবা প্রয়োজন হবে তা ব্যবস্থার উদ্যোগ নেয়া হবে।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়াও ইতোমধ্যে ফেনী জেনারেল হাসপাতাল, ফেনী সদর, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা সংগ্রহের জন্য বুথ স্থাপন করা হয়েছে।