ফেনীর সীমান্তবর্তী এলাকার কর্মহীন ও হতদরিদ্র, অসহায় ২৩৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪ বিজিবি)।

আজ সোমবার ( ৮ জুন) বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী ফেনীর জায়লস্কর, পরশুরামের রাজেষপুর, চম্পকনগর, অলিনগর ও শ্রীপুর বিওপির অধীন এলাকায় এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছে ৪ বিজিবি’র অধিনায়ক ও পরিচালক লেঃ কর্ণেল মোঃ কামরুজ্জামান।

তিনি জানান, সীমান্ত রক্ষার পাশাপাশি করোনার এ দুর্যোগে বিজিবি কর্মহীন অসহায়দের সহায়তা করে আসছে। এরই ধারাবাহিকতায় বিদ্যানন্দ ফাউন্ডশনের পক্ষ থেকে প্রাপ্ত এ ত্রাণ সামগ্রীগুলো প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছানো হচ্ছে। আগামী ১১জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।

তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে প্রতিটি পরিবারের মাঝে ০৪ কেজি চাল, ০৪ কেজি আটা, ০২ কেজি ডাল, ৫০০ গ্রাম লবণ দেয়া হয়েছে।

এসময় ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজা, সহকারী পরিচালক মোঃ দেলোয়ার হোসেন, কোম্পানী ও বিওপি কমান্ডারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।