১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবীতে একাত্মতা জানিয়ে ফেনীর সোনাগাজীর চর খোন্দকার এলাকায় মানববন্ধন করেছে গণমাধ্যমকর্মী, জেলে, কৃষকসহ স্থানীয় অধিবাসীরা। মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে সোনাগাজী সদর ইউনিয়নের চর খোন্দকার এলাকায় ছোট ফেনীর পাড়ে কোস্টাল জার্নালিজম নেটওয়ার্কসহ কয়েকটি সহযোগী সংগঠনের তত্ত্বাবধানে, ফেনী ও সোনাগাজী প্রেস ক্লাবের যৌথ আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে চর খোন্দকার জেলে পাড়ার জেলে সর্দার প্রিয় লাল দাস এলাকায় একটি সাইক্লোন সেন্টার প্রতিষ্ঠার দাবী জানান। সাইক্লোন সেন্টার না থাকায় প্রাকৃতিক দূর্যোগে এখানকার দুই শতাধিক পরিবারের কোন নিরাপত্তা থাকে না।

মানববন্ধনে বক্তারা ১২ নভেম্বরকে উপকূল দিবস ঘোষণার দাবী জানিয়ে বলেন, শুধু প্রাকৃতিক দূর্যোগে নয়, গণমাধ্যমকে সারা বছর ধরে উপকূলের মানুষের কথা তুলে ধরতে হবে। তারা বলেন, উপকূল দিবস ঘোষণা করা হলে ওই দিবসকে কেন্দ্র করে সরকার উপকূলীয় অঞ্চলে নানা উন্নয়ন কর্মকান্ড চালাতে পারবে এবং এর ফলে স্থানীয় মানুষের কল্যাণ সাধন সম্ভব।

ফেনী প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান দারার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি, ডিবিসি নিউজ এর জেলা প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূইয়া, ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক অজেয় বাংলা সম্পাদক শওকত মাহমুদ, পূজা উদযাপন পরিষদ সোনাগাজী শাখার সাধারণ সম্পাদক সমর দাস, জেলে সর্দার প্রিয় লাল দাস, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি শাবিহ মাহমুদ, দ্য ডেইলী সান এর জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল-মামুন, চাটার্ড লাইফ ইন্সুরেন্সের ফেনী শাখা ব্যবস্থাপক মহিম উদ্দিন পৃথিবী, সোনাগাজী প্রেস ক্লাবের সভাপতি শেখ আবদুল হান্নান, বাংলা নিউজ এর স্টাফ করসপেনডেন্ট সোলায়মান হাজারী ডালিম প্রমুখ।

প্রসঙ্গত; গত তিন বছর ধরে দেশের ১৬টি উপকুলীয় জেলার প্রায় ৬০টি স্থানে উপকূল দিবস ঘোষণার দাবীতে নানা কর্মসূচী পালিত হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তি