করোনা রোগীর চিকিৎসায় ফেনীর দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যক্তিগত অর্থায়নে স্থাপিত হয়েছে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম। আজ রবিবার (১৪ জুন) বিকালে এর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। এর মাধ্যমে গড়ে তোলা হয়েছে ১০ শয্যার হাই ফ্লো অক্সিজেন সুবিধা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুবাইয়াত বিন করিম জানান, এটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যায়ে দেশের প্রথম সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম।

এসময় আরও উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান ও অর্থদাতা দিদারুল কবির রতন, জেলা ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা, সহকারি কমিশনার (ভূমি) মাসুমা জান্নাত।

জেলা প্রশাসক বলেন, মুমূর্ষ করোনা রোগীর সেবায় অক্সিজেনের বিকল্প নেই। ফেনীতে রোগীর সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে, অনেকে শ্বাসকষ্টে ভুগছেন। এমন রোগীকে তাৎক্ষণিকভাবে অক্সিজেন দেয়াসহ অন্যান্য সুবিধায় ফেনী অনেক এগিয়ে গেছে। এ সুবিধা চালু হওয়ায় এলাকার মানুষ অনেক বেশি উপকৃত হবে।

সদ্য করোনা থেকে সুস্থ হয়েছেন দিদারুল কবির রতন। ব্যক্তিগতভাবে এ অর্থায়ন প্রসঙ্গে তিনি বলেন, দাগনভূঞায় কোভিড রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সামাজিক দায়িত্ববোধ থেকে এগিয়ে এসেছি।

ডাঃ রুবাইয়াত বিন করিম জানান, রোগীর সেবায় প্রস্কুত হয়েছে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম। এখন থেকে প্রয়োজন বুঝে রোগীকে সেবা দেয়া যাবে।

ডাঃ রুবাইয়াত জানান, বিএমএ সভাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসারের মূল ধারণা হতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি জানান, সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু হওয়ার পর হাই ফ্লো অক্সিজেন সেবা দিতে অক্সি মিটার, রিব্রিদিং মাস্ক, ভেঞ্চুরী মাস্কসহ আরো কিছু সরঞ্জাম তিনি ব্যক্তিগতভাবে সংগ্রহ করেছেন।

ইতোপূর্বে জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন জানান, করোনায় শ্বাসকষ্ট যাদের হচ্ছে তাদের বাঁচাতে হাই ফ্লো অক্সিজেন মূখ্য ভূমিকা পালন করে। এ ব্যবস্থা চালু হলে মানুষ দ্রুত চিকিৎসার আওতায় আসতে পারবে, মৃত্যুর হার কমবে।

বিএমএ ফেনী জেলা সভবাপতি অধ্যাপক ডাঃ সাহেদুল ইসলাম কাওসার জানান, এর মাধ্যমে স্বাস্থ্যসেবায় ফেনী হতে যাচ্ছে করোনা চিকিৎসায় দেশের অনুসরণীয় মডেল।

জেলা স্বাস্থ্য বিভাগ ও বিএমএ সভাপতি জানান, সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সেবা নিশ্চিতে কাজ চলছে। ফেনী ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাছিম ও ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারীর নির্দেশনায় এগুলো বাস্তবায়িত হবে।