দুষ্টামির কারণে মা তাকে বকাঝকা করতো, শাসন করতো। আজ বুধবার (১৭ জুন) দুপুরেও মা তাকে শাসন করেছিলেন। কিন্তু এতে মায়ের উপর অভিমান করে ঘরে ইঁদুর মারার জন্য রাখা বিষ খেয়ে আত্মহত্যা করেছে মাইন উদ্দিন বাদল নামে ১৩ বছর বয়সী এক কিশোর।

আজ দুপুরে সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের দক্ষিণ সোনাপুর গ্রামের ভাতওয়ালা বাড়িতে এ ঘটনা ঘটেছে। সে ওই এলাকার মোঃ মামুনের ছেলে। সোনাপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল।

৯নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য গেদু ভূঞা জানান, দুষ্টামীর কারণে তার মা দুপুরে তাকে শাসন করেছিলেন। এতে সে অভিমান করে ঘরে রাখা বিষপান করে ফেলে। আমরা তাকে ছটফট করতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা দেখে তাকে ফেনী জেনারেল হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ে বাদল মারা যায়।

ফেনী জেনারেল হাসপাতালে জরুরী বিভাগের চিকিৎসক নূর আলম সিদ্দিকী জানান, আমরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। কিন্তু তার অবস্থা বেশ খারাপ ছিল।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুনেছি সে বিষপানে ফেনী জেনারেল হাসপাতালে মারা গেছে। ওখানে থেকে এখনও বিস্তারিত বিবরণ আমাদের হাতে আসেনি।