এক সপ্তাহে করোনা উপসর্গ নিয়ে ফেনী জেলা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১১জন ব্যক্তির মৃত্যু ঘটেছে। এর মধ্যে একজন করোনা পজেটিভ। আজ সোমবার (২২ জুন) হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইকবাল হোসেন ভূঁইয়া এসব তথ্য জানান।

হাসপাতাল সূত্র জানায়, সর্বশেষ ২০ জুন ফেনী শহরের মহিপালের একজন ব্যক্তি (৩৫) করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। এর আগে ১৫ জুন সোনাগাজীর ধলিয়ায় এক নারী শ্বাসকষ্ট নিয়ে মৃত্যু বরণ করে। ১৬ জুন ৪জন ব্যক্তি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুবরণ করেন। এদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা। পুরুষ একজনের (৮৫) বাড়ি ফেনীর পূর্ব মধুপুর ও অন্যজন (৫২) দাগনভূঞার জগতপুর বাড়ি। মহিলা দুইজনের বয়স যথাক্রমে ৭০ বছর ও ২০ বছর।

১৭ জুন ফেনী পৌর এলাকার বিসিকের ৪৬ বছরের একজন পুরুষ মৃত্যুবরণ করেন।

১৯ জুন আইসোলেশনে ৫ জনের মৃত্যু হয়। এদের মধ্যে সোনাগাজীর একজন করোনা পজিটিভ ব্যক্তির (৪০) মৃত্যু ঘটে। এছাড়াও সোনাগাজী পৌর এলাকার সত্তরোর্ধ্ব এক ব্যক্তি ও ৪৫ বছর বয়সী অপর এক ব্যক্তির মৃত্যু হয়। একই দিন দাগনভূঞার ৭৮ বয়সী এক বৃদ্ধ ও সদর উপজেলার কাজীরবাগের গিল্লাবাড়িয়ার ৩৮ বছরের একজন পুরুষ শ্বাসকষ্ট নিয়ে মৃত্যুবরণ করেন।

ডাঃ ইকবাল জানান, করোনা পজিটিভ ব্যক্তি ব্যতিত সবার নমুনা পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, করোনায় আক্রান্ত হয়ে জেলায় এ পর্যন্ত ১৪জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুইজন নারী, আর বাকীরা পুরুষ। এদের মধ্যে সোনাগাজীতে ৬জন, সদরে ৪জন, দাগনভূঞা ২জন ও ছাগলনাইয়ায় ২ জনের মৃত্যু হয়েছে।