১৪ নভেম্বর,২০১৯
।।শহর প্রতিনিধি।।
ডায়াবেটিস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ফেনী ডায়াবেটিক সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। ফিতা কেটে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।
‘আসুন, পরিবারকে ডায়াবেটিস মুক্ত রাখি’ এ প্রতিপাদ্যে শহরের মিজান রোডস্থ ফেনী ডায়বেটিস হাসপাতাল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে র্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালীতে অংশ নেন সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজজামান, সমিতির সভাপতি এডভোকেট আকরামুজ্জমান, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সহ-সভাপতি আবদুল মোতালেব, সামী-উল হক শাহীন, যুগ্ম-সম্পাদক সৈয়দ জহির জহির উদ্দিন আকবর (শিপন), যুগ্ম-কোষাধ্যক্ষ আবু নাছের চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য মোসলেহ উদ্দিন হাজারী বাদল, ফরিদ আহাম্মদ ভূঞা, সাহাব উদ্দিন আহম্মেদ সিকদার, ইঞ্জিঃ চঞ্চল দে সরকার, এ.কে.এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজিব খগেশ দত্ত এবং সমিতির আজীবন সদস্যবৃন্দ এবং হাসপাতালের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. মোয়াজ্জেম হোসেন, সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুসসহ ডাক্তার ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
র্যালীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সামাজিক সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করে।