কানাডার ৪৩তম পার্লামেন্ট নির্বাচন সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে ১৫৬টি আসন পেয়ে দ্বিতীয় মেয়াদে কানাডার সরকার প্রধান হতে যাচ্ছেন জাস্টিন ট্রুডো।বাংলাদেশ সময় মঙ্গলবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ছয়টায় সম্পন্ন হয় ভোটগ্রহন। এর পূর্বে এক সপ্তাহব্যাপী অনলাইনে ভোট প্রদান করে কানাডিয়ান নাগরিকরা।
নির্বাচনে প্রধান দলগুলোর মধ্যে লিবারেল পার্টি, কনজারভেটিভ পার্টি, এনডিপি ও গ্রীন পার্টি, ব্লক কুইবেকোয়া অন্যতম। স্থানীয় বাঙ্গালীরা বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টির পক্ষে বেশী মতামত প্রদান করছে বলে জানান, বাংলাদেশী কানাডিয়ান নাগরিক সেলিনা আক্তার।
সিবিসি নিউজের বরাত দিয়ে তিনি জানান, শেষ খবর পাওয়া পর্যন্ত লিবারেল পার্টি ১৫৬ আসন, কনজারভেটিভ পার্টি ১২১ আসন, এনডিপি ২৪ আসন, ব্লক কুইবোকোয় ৩২ আসন, গ্রীন পার্টি ৩ আসন পেয়েছে।
উল্লেখ্য, কানাডার পার্লামেন্ট নির্বাচনে ৩৩৮টি আসন রয়েছে। একক সংখ্যা গরিষ্ঠতা অর্জনে ১৭০টি আসন পেতে হয়। এক্ষেত্রে জাস্টিন ট্রুডোকে অন্য কোন দলের সাথে কোয়ালিশন করতে হবে। এক্ষেত্রে এনডিপির সম্ভাবনা বেশী বলে সেলিনা জানান।
তথ্যসূত্র: সেলিনা আক্তার, কানাডিয়ান বাংলাদেশী নাগরিক, সাসকাতোয়ান, কানাডা ও সিবিসি নিউজ।