ফেনীতে অভিযানে চালিয়ে সাড়ে ১৮ কেজি গাঁজাসহ মোঃ বাবলু মিয়া (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৭। আজ শুক্রবার ( ২৪ জুলাই) ভোর ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাড়সকের ফেনীর মহিপাল হতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ফেনীস্থ র‌্যাব-৭ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মোঃ নুরুজ্জামান।

তিনি জানান, মাদক পাচারের গোপন খবর পেয়ে মহিপালে অভিযান চালায় র‌্যাব-৭। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাবার সময় মোঃ বাবলু মিয়া কে আটক করা হয়। পরে তার ফেলে যাওয়া চটের বস্তায় তল্লাসি চালিয়ে টেপ মোড়ানো চারটি প্যাকেট থেকে ১৮ কেজি ৫শ’ গ্রাম গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের মূল্য ৪ লাখ ৭ হাজার টাকা। আটক বাবলু মিয়া কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পাঁচড়া এলাকার মো. সিরাজ মিয়ার ছেলে।

মোঃ নুরুজ্জামান জানান, দীর্ঘদিন ধরে সে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে নোয়াখালীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট বিক্রি করে আসছে বলে জিজ্ঞাসাবাদে র‌্যাবকে জানিয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্ত করা হবে।