ফেনী সদরের পাঁচগাছিয়া বাজারের মেসার্স রাকিব ট্রেডার্স হতে এক বস্তা মুরগীর খাবার কিনেছিলেন একজন ভোক্তা। কিন্তু বাড়ি গিয়ে দেখেন সেগুলো মেয়াদোত্তীর্ণ এবং নষ্ট। দোকানীকে তা জানালে তিনি টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। আর বিষয়টি ফেনীর ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করলে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির ৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে। সেই সাথে ভোক্তা তার টাকা ফেরত পেয়েছেন।

আজ সোমবার (২৭ জুলাই) দুপুরে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।

তিনি জানান, ভোক্তার অভিযোগে প্রেক্ষিতে পাঁচগাছিয়া বাজারের মেসার্স রাকিব ট্রেডার্সে অভিযান চালানো হয়। অভিযানে ভোক্তার অভিযোগের সত্যতা মেলায় প্রতিষ্ঠানটির ৫ হাজার টাকার জরিমানা করা হয়েছে। সেই সাথে উক্ত বস্তার ক্রয়মুল্য ১৮শ ৫০ টাকা ফেরত প্রদান করা হয়েছে।