১৭ নভেম্বর,২০১৯

।। শহর প্রতিনিধি।।
ফেনীতে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) উদ্যোগে মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার বিকালে শহরের ডক্টরস রিক্রিয়েশন ক্লাবে আয়োজিত সভায় ন্যাপ ভাসানী ফেনী জেলা সভাপতি আবু আহম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মাষ্টার গিয়াস উদ্দিন ভূঞা।


প্রধান বক্তা ছিলেন ভাসানী কেন্দ্রীয় পরিষদের যুগ্ম মহাসচিব এডভোকেট সমীর কর। বিশেষ অতিথি ছিলেন ভাসানী অনুসারী পরিষদ ফেনী জেলা যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট শহীদুল ইসলাম ভূঞা সেলিম। বক্তব্য রাখেন ভাসানী সংসদের সাধারণ সম্পাদক এডভোকেট মেজবাহ উদ্দিন মোরশেদ, ওয়াকার্স পার্টির ফেনী জেলা সভাপতি মশিউর রহমান, শিক্ষক নেতা মানু পাটোয়ারী, ন্যাপ ভাসানী জেলা কমিটির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন ভূঞা, ন্যাপ ভাসানী জেলা কমিটির সাধারণ সম্পাদক শহিদুল আলম কার্যকরী কমিটির সদস্য এডভোকেট পিয়াস মজুমদার প্রমুখ।


সভায় মাওলানা ভাসানীর জীবন, রাজনৈতিক আদর্শ ও বিভিন্ন সংগ্রামের উপর আলোকপাত করেন বক্তারা। সভা শেষে তার রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।