গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে আরো ২৭ জনের মৃত্যু হয়েছে।

এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করলেন ৩৩৩৩ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও শনাক্ত হয়েছে ২৮৫১ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা আড়াই লাখ অতিক্রম করল। আজ পর্যন্ত দেশে মোট করোনায় আক্রান্ত হয়েছে ২ লাখ ৫২ হাজার ৫০২ জন। 

একদিনে মোট ১২,৬৯৯টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের এই সংখ্যা পাওয়া যায়।

গত ২৪ ঘণ্টায় যতগুলো নমুনা পরীক্ষা করা হয়েছে তার মধ্যে ২২.৪৫ ভাগের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার (৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) ডাঃ নাসিমা সুলতানা নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানান।
তিনি জানান, এসময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১৭৬০ জন। মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৫৮৪ জন।

 
 

ডা. নাসিমা বরাবরের মতো করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে সাবান দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরা এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান বুলেটিনে।

নতুন করে মারা যাওয়াদের মধ্যে ২৪ জনই পুরুষ। আর এই সময়ে মারা যাওয়া ২৭ জনের ২৬ জনই হাসপাতালে মারা গেছেন।

গত ০৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যায়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর জানায় আইইডিসিআর।