১৮ নভেম্বর,২০১৯

।।নিজস্ব প্রতিবেদক।।


ফেনীতে চার দিনব্যাপী আয়কর মেলা সোমবার (১৮ নভেম্বর) বিকালে শেষ হয়েছে। মেলায় চারদিনে ৬৯ লাখ ৭৩ হাজার ৬শ ৫২ টাকা কর আদায় হয়েছে বলে জানিয়েছেন কর অঞ্চল কুমিল্লার ফেনী সার্কেল-৭ এর উপ-কর কমিশনার এবিএম কামরুল ইসলাম। শেষ দিনে ২২ লাখ ৪১ হাজার ৪৫ টাকা করা আদায় করা হয়।


উপ-কর কমিশনার জানান, শুক্রবার থেকে কুমিল্লা কর অঞ্চলের সার্কেল ৭, ৮ ও ৯ এর আয়োজনে ফেনীর ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে মেলার আয়োজন করা হয়। মেলার ১৩টি স্টলে সকাল থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ১৩ হাজার ১শ ১৫ জন সেবাগ্রহিতা কর সংশ্লিষ্ট নানা সেবা গ্রহন করেন। মেলায় প্রাপ্ত রিটার্ন সংখ্যা ২ হাজার ৬শ ৫৫টি। এছাড়াও ১৯৮ জন নতুন টিআইএন গ্রহণ করেছে।


ফেনী সার্কেল-৭ এর উচ্চতম সহকারী মো: নাজমুল হোসাইন জানান, মেলার ১৩টি স্টলে টিআইএন, রেজিষ্ট্রেশন, রি-রেজিষ্ট্রেশন, নতুন করদাতাসহ কর বিষয়ে বিভিন্ন সেবার ওয়ান স্টপ সার্ভিস প্রদান হয়েছে।


শুক্রবার (১৫ নভেম্বর) সকালে শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে বেলুন উড়িয়ে কেক কেটে আয়কর মেলার উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী, কর কমিশনার এম এম ফজলুল হকসহ অতিথিরা।


গত বছর ফেনীতে চারদিনব্যাপি আয়কর মেলায় ১ কোটি ৫০ লাখ টাকা কর আদায় হয়েছে। এবার তা প্রায় অর্ধেক কমে গিয়েছে।