সোনাগাজীতে পৃথক অভিযানে চুরিকৃত গোরুসহ ৫ গোরুচোরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম। অভিযানে ৬টি চুরিকৃত উদ্ধার করা হয়েছে।

ওসি জানান, গোরুচোরদের ধরতে সোনাগাজীর চারচান্দিয়া ইউনিয়নে অভিযান চালায় থানার পুলিশ সদস্যরা। এসময় চোরাইকৃত ২টি গরুসহ ৫ গোরুচোরকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে অভিযান চালিয়ে আরও ৪টি গোরু উদ্ধার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হল দক্ষিণ পূর্ব চরচান্দিয়া ইউনিয়নের হানিফ মোক্তার বাড়ির পিতা-মৃত বদিউজ্জামানের ছেলে বেলাল হোসেন (৫০), একই বাড়ির ছিদ্দিকুর রহমানের ছেলে শহিদুল ইসলাম সোহেল (২৮), মিয়াজী বাড়ির আব্দুল মান্নানের ছেলে শাকিল (১৮), একই বাড়ির নুরুল আফসারের ছেলে রিফাত হোসেন (১৮) ও চর সোনাপুরের আব্দুর রহিমের ছেলে নুরুল আফসার (২৬)।

ওসি জানান, চোরাই গোরুগুলো সোনাগাজী মডেল থানা হেফাজতে আছে। সোনাগাজী থানা এলাকাসহ আশপাশের এলাকায় কারো গোরু চুরি হয়ে থাকলে থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন মোহাম্মদ সাজেদুল ইসলাম।