জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং দলের জাতীয় কাউন্সিল সদস্য আজিজ আহম্মদ চৌধুরীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ফেনী সরকারি কলেজ অধ্যক্ষ প্রফেসর বিমল কান্তি পাল।

আজ সোমবার (৭ সেপ্টম্বর) বিকালে শহরের স্টেশন রোডের বাসভবনে মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত হন তিনি। এসময় মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রফেসর বিমল কান্তি পাল।

আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে অধ্যক্ষ বলেন, আজিজ আহম্মেদ চৌধুরী শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেননা, তিনি ছিলেন একজন শিক্ষকও। প্রখর ব্যক্তিত্ব সম্পন্ন মানুষটি একজন বুদ্ধিজীবিও ছিলেন। তিনি আপামর জনসাধারণের অত্যন্ত নিকটজন হিসেবে পরিচিত ছিলেন।

প্রফেসর বিমল কান্তি পাল বলেন, তিনি সবসময় আমাদের দিক নির্দেশনা দিতেন। উত্তরসূরীদের প্রতিষ্ঠিত করার জন্য তিনি সর্বদা সচেষ্ট ছিলেন।

এসময় মরহুমের আত্মার শান্তি কামনা করেন অধ্যক্ষ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।