ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে সৃজনশীল সাংবাদিকতার বিকাশে ও ফেনীর গণমানুষের মুখপত্র হিসেবে খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে ‘দৈনিক ফেনী’। আমাদের এ সুদৃপ্ত পথচলায় সঙ্গী হতে চাইলে আপনিও যোগ দিতে পারেন। পত্রিকার প্রিন্ট ও অনলাইন ভার্সনে কাজ করার লক্ষ্যে ফেনী জেলার উদ্যোমী, পরিশ্রমী ব্যক্তিদের নিকট হতে আবেদন গ্রহণ করা হচ্ছে।
পদের নাম | পদসংখ্যা | শতার্দি |
সংবাদদাতা | ১০ | পরশ্রমী, উদ্যোমী ও সৃজনশীল সাংবাদিকতায় নিজেকে নিবেদিত করার মানসিকতা থাকতে হবে |
চিত্র সাংবাদিক | ০২ | স্থির ও ভিডিও চিত্রগ্রহণে সৃজনশীল হতে হবে। অফিস প্রদত্ত দায়িত্ব পালনে জেলা যে কোন স্থানে যাবার মানসিকতা থাকতে হবে |
গ্রাফিক্স ডিজাইনার | ০১ | ফটোশপ ও ইলাস্ট্রেটরে দক্ষতা থাকতে হবে। একই সাথে ভিডিও এডিটিং জানতে হবে |
বিতরণ ব্যবস্থাপক | ০১ | পত্রিকা বিতরণ ও বিপনন কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে |
বিতরণ সহকারি | ০১ | পত্রিকার বিতরণ ও বিপনন কাজে অভিজ্ঞতা থাকতে হবে |
হিসাবরক্ষক | ০১ | পত্রিকার হিসাবরক্ষণ কাজে অভিজ্ঞ হতে হবে |
অফিস সহকারি | ০১ | পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে |
সংবাদদাতা ১০টি পদের মধ্যে ফেনী সদর ও পৌর এলাকায় ৫জন এবং একজন করে ফুলগাজী, পরশুরাম, সোনাগাজী, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায় নিয়োগ দেয়া হবে।
উদ্দীপ্ত ও মনোভাব নিয়ে কাজ করতে ইচ্ছুক ব্যক্তিরা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজ ছবি, ফোন নাম্বার, পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতা (যদি থাকে) সংযুক্ত করে [email protected] এ ইমেইল ঠিকানায় আবেদন প্রেরণ করুন। শুধুমাত্র ইমেইলে আবেদন গ্রহণ করা হবে।
- শিক্ষানবিস হিসেবে কাজ করতে চাইলে আবেদন করতে পারেন। সকল পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম এইচ.এস.সি।
- ইমেইলের বিষয়বস্তুতে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নিজস্ব ইমেইল থেকে আবেদন পাঠাতে হবে।
- উপজেলা সংবাদদাতা হিসেবে আবেদনকারীদের অবশ্যই সংশ্লিষ্ট উপজেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
- আবেদনকৃত প্রার্থীদের মধ্যে যাচাই-বাছাই শেষে মনোনীত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য ডাকা হবে। সাক্ষাৎকার গ্রহণ শেষে চুড়ান্তভাবে নিয়োগ দেয়া হবে।
- বেতন ও অন্যান্য সুবিধাদি আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
- আবেদনের শেষ তারিখ ২৫/০৯/২০২০ইং। বিশেষ প্রয়োজনে ০১৭১৫-৭৭৯৮৫৬ এ নাম্বারে যোগাযোগ করুন।