ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রার্থী হতে অনেকইটাই ‘হুমড়ি’ খেয়ে পড়েন আওয়ামী লীগ নেতারা। দলীয় মনোনয়নপত্র সংগ্রহের আরও একদিন বাকী থাকতেই গত বৃহস্পতিবার হতে শনিবার পর্যন্ত ৩দিনে ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রয়াত ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে আসনটি শূণ্য হবার থেকেই পদটি ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। কে হবেন ফেনীর পরবর্তী জেলা পরিষদের চেয়ারম্যান এ নিয়ে শুরু হয়েছে সব মহলে আলোচনা।

তবে গতকাল শনিবার সন্ধ্যায় জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচন নিয়ে জরুরী সভা করেছে ফেনী জেলা আওয়ামী লীগ। ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় প্রার্থীতার ব্যাপারে আলোচনা করা হয়। সভায় জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি খায়রুল বাশার মজুমদার তপন, মাষ্টার আলী হায়দার, এডভোকেট প্রিয় রঞ্জন দত্ত, আকরাম হোসেন হুমায়ুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলেন জানান।

দলের একটি নির্ভরশীল সূত্র জানায়, প্রার্থী বাছাই করার ব্যাপারে জেলা আওয়ামী লীগের সিদ্ধান্তের ব্যাপারে এমন কোন নির্দেশনা নেই। এক্ষেত্রে দলীয় প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড প্রার্থীতা বাছাইয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন। তবে প্রার্থীতার ব্যাপারে ঐক্যমতে পৌঁছানোর লক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত দলীয় প্রার্থী ও নেতাকর্মীদের সবার মতামতের ভিত্তিতে খায়রুল বাশার মজুমদার তপনের জন্য এককভাবে ‘সুপারিশ’ করে কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। দলীয় নেতাকর্মীরা এ সিদ্ধান্তের প্রতি তাদের সমর্থন জানান।

সভায় জেলা আওয়ামী লীগের শীর্ষ হতে তৃণমূল পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। সভায় প্রয়াত জেলা পরিষদ চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

জানা গেছে, গত তিন দিনে ফেনী-২ আসনের সাবেক সাংসদ জয়নাল আবেদীন হাজারী, জেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক হাজী ওবায়দুল হক, জেলা পরিষদের বর্তমান প্যানেল চেয়ারম্যান ফয়েজুল কবির, সোনাগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জেড.এম কামরুল আনাম, ধর্মপুরের সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাবেক আহবায়ক এম. আজহারুল হক আরজু, জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আকরাম হোসেন হুমায়ুন ও খায়রুল বাশার মজুমদার তপন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন নাসিরসহ মোট ১০ জন দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গত বৃহস্পতিবার হতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে ফেনী জেলা পরিষদ চেয়ারম্যান পদে উপ নির্বাচনে দলীয় মনোনয়নের আবেদনপত্র বিক্রি শুরু করে দলটি।

গত ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা আজিজ আহম্মদ চৌধুরীর মৃত্যুতে জেলা পরিষদ চেয়ারম্যান পদটি শূণ্য হয়। ২০১৬ সালের ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। এর আগে ৫ বছর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন আজিজ আহম্মদ চৌধুরী।