১৯ নভেম্বর, ২০১৯

।। শহর প্রতিনিধি।।
ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি করিম উল্লাহ বিকম ও সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলকে বরণ করে নিয়েছে সদরের ১২টি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকরা ।

মঙ্গলবার (১৯) দুপুরে শহরের একটি রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও ফেনী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রহমান বিকম, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. আকরামুজ্জমান, ছাগলনাইয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, ফেনী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।


এছাড়া অনুষ্ঠানে সদর উপজেলার ১২ টি ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি-সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।