ফেনীতে ১২শ কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি বীজ বিতরণ করছে জাতীয়তাবাদী দল (বিএনপি) এর অঙ্গসংগঠন জেলা কৃষক দল।

আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) শহরের তাকিয়া রোডে সদর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ বীজ বিতরণ কর্মসূচীর উদ্বোধন করা হয়।

ফেনী সদর উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে ও জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফেনী জেলা বিএনপির আহবায়ক শেখ ফরিদ বাহার, সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহবায়ক গাজী হাবিবউল্যা মানিক, যুগ্ম-আহবায়ক আলাউদ্দিন গঠন, সদর উপজেলা বিএনপি’র আহবায়ক ফজলুর রহমান বকুল।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল জানান, দুস্থ, অসহায়, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কল্যাণে জেলা কৃষক দলের উদ্যোগ বীজ বিতরণের এ কর্মসূচী গ্রহণ করা হয়েছে। এতে জেলার ৬টি থানায় প্রত্যেকটিতে ২শ জন করে মোট ১২শ জন অসহায় ও বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষককে ৮ ধরনের শীতকালীন শাকসবজির বীজ প্রদান করা হচ্ছে।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি'র সদস্য এডভোকেট পার্থ পাল চৌধুরী, সাইফুর রহমান রতন, সদর উপজেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, সদর উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন ভূঁইয়া, ফেনী পৌর সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, ফুলগাজী উপজেলা কৃষক দলের সভাপতি কাজী আবু ইউসুফ, ছাগলনাইয়া উপজেলা সাধারণ সম্পাদক কাজী জসিম উদ্দিন, দাগনভূঞা উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান, সোনাগাজী উপজেলা সাধারণ সম্পাদক নুরুজ্জামান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক সরওয়ার জাহান শ্রাবণসহ বিভিন্ন উপজেলা, পৌর, ইউনিয়ন থেকে আগত কৃষক দলের নেতৃবৃন্দ।