২০ নভেম্বর, ২০১৯
।। নিজস্ব প্রতিবেদক ।।
ফেনী পলিটেকনিক ইনিস্টিটিউটের সামনে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটকৃতরা হল- ছাগলনাইয়ার দক্ষিণ মন্দিয়া গ্রামের নাজিম উদ্দিনের ছেলে নাঈমুল হাছান (২১), ফেনী সদরের বিরিঞ্চির খোন্দকার বাড়ির মৃত মিজান উদ্দিনের ছেলে ফরিদী হাছান (২১), নোয়াখালীর সেনবাগের মোটবী গ্রামের মৃত সহিদের ছেলে নাজমুল ইসলাম (১৮), ফেনী শহরের নাজির রোডের শান্তিধারা আবাসিক এলাকার আবুল হোসেনের ছেলে শাহরিয়ার হোসেন।
ফেনী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ সাজেদুল ইসলাম ৪ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয় নি।
এর আগে বুধবার (২০ নভেম্বর) সকালে ক্লাসরুমের সিটে বসা নিয়ে দুই ছাত্রের মধ্যে বাকবিতন্ডা হয়। এ সূত্র ধরে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ফেনী ফালাহিয়া মাদ্রাসা ছাত্রলীগ সভাপতি তোফায়েল আহম্মেদ চৌধুরী অপু, পৌর ৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সদস্য সাইদুর সাকিব, ফেনী পলিটেকনিকের ৭ম বর্ষের ছাত্র মানিক, ছাত্রলীগ কর্মী তুশিন, হৃদয় ও আরাফাত আহত হয়।