ফুলগাজীতে মেয়াদোত্তীর্ণ লালশাকের বীজ বিক্রি করার অপরাধে একটি প্রতিষ্ঠানের ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এ জরিমানা করেন।

সোহেল চাকমা জানান, উপজেলার আমজাদ বাজারে পরিচালিত অভিযানে মেসার্স জালাল ট্রেডার্স এন্ড সার বিতান নামীয় একটি প্রতিষ্ঠানে মেয়াদোত্তীর্ণ লালশাকের বীজ পাওয়া যায়। তাই ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ওই প্রতিষ্ঠানের ৭ হাজার টাকা জরিমানা করা হয় ও বীজের প্যাকেট জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় এক মুদি দোকানীর ১ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ফুলগাজী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।