সদর উপজেলার বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে ইউনিয়ন ছাত্রলীগের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা করা হবে বলে জানান শীর্ষ নেতৃবৃন্দ।

আজ সোমবার (১২ অক্টোবর) বিকালে বালিগাঁও উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি সালাহ উদ্দিন ফিরোজ।

সম্মেলন উদ্বোধন করেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ফখরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাবেদ হায়দার জর্জ, সহ সভাপতি তারেকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লতিফ খান রায়হান, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মোঃ শাহীন, সমাজ সেবা সম্পাদক শাহজান সাজু, উপ পাঠচক্র বিষয়ক সম্পাদক আক্রামুজ্জামান রাজু, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ ইমন, বিজ্ঞান ও তথ্য বিষয়ক সম্পাদক মিনার।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শুসেন চন্দ্র শীল, মোটবী ইউনিয়ন চেয়ারম্যান আমিরুল হোসেন, কাজিরবাগ ইউনিয়ন চেয়ারম্যান কাজী বুলবুল আহম্মেদ সোহাগ, শর্শদি ইউনিয়ন চেয়ারম্যান জানে আলম ভূঞা, স্থানীয় ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক হানিফ মিলন, সদর যুবলীগের সহ-সভাপতি করিমুল্লাহ্ আজাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কায়েস, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুর শুক্কুর মানিক। অনুষ্ঠানে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সালের পরিচালনায় সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি বেলাল হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি জিয়া উল হক ভূঞা।

সম্মেলনে বক্তারা ছাত্রলীগ নেতাকর্মীদের সরকারের বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেন। এছাড়াও আগামী নেতৃত্বকে সুশৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করে বালিগাঁও ইউনিয়ন ছাত্রলীগকে সেরা ইউনিট হিসেবে প্রতিষ্ঠিত করার আহবান জানান।