পৌর এলাকায় নির্দিষ্ট সময় পর্যন্ত ইজিবাইক চলার অনুমতি এবং পৌরসভায় জব্দকৃত ইজিবাইক ছেড়ে দেয়ার দাবীতে ফেনী শহরে বিক্ষোভ মিছিল করেছে ইজিবাইক শ্রমিক সংগঠন। আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় শ্রমিকরা দাবী নিয়ে পৌরসভায় আসে এবং প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটারের হাতে দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করে। এসময় আান্দোলনরত শ্রমিকদের শান্ত করার চেষ্টা করেন প্যানেল মেয়র।

সংগঠনের সহ-সভাপতি আবদুল লতিফ জানান, পূর্বে মিজান রোড, রেলগেইট, নূরিয়া মসজিদ ও হাসপাতাল এলাকায় ইজিবাইক চলত। রাত নয়টায় ইজিবাইক শহরের অন্যান্য সড়কে ঢুকতো এবং সকাল ৮টায় শহর ছাড়ত। কিন্তু কোনরকম পূর্ব ঘোষণা না দিয়েই ৬ সেপ্টেম্বর হতে কর্তৃপক্ষ পৌর এলাকায় ইজিবাইক প্রবেশ নিষিদ্ধ করা হয়। এরপর হতে প্রবেশের অযুহাতে ৪৫টি ইজিবাইক আটক করে পৌরসভা।

তিনি জানান, ফেনীতে এ পর্যন্ত ২০টি গাড়ি পৌর কর্তৃপক্ষ বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে।

শ্রমিকদের দাবী প্রসঙ্গে প্যানেল মেয়র বলেন, সড়কে কোন গাড়ি চলবে তা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় হতে নির্দেশিত। ইজিবাইক মূলত পার্ক জাতীয় এলাকায় স্বল্প দুরত্ব যাতায়াতে ধীর বাহন।

প্যানেল মেয়র বলেন, পৌর এলাকায় এ গাড়ি চালানোর কোন সুযোগ নেই। প্রশাসন ও পুলিশ বিভাগের সিদ্ধান্তেরও বিষয় রয়েছে।