আগামীকাল বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে চালক ও যাত্রীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে লিফলেট বিতরণ করেছে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা। আজ বুধবার (২১ অক্টোবর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বিসিক এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়।

কার্যক্রমে লিফলেট বিতরণের পাশাপাশি মাদকাসক্ত চালকদের শনাক্ত করতে অ্যালকোহল ডিটেক্টর দ্বারা ডোপ টেস্ট ও স্পিড গান ব্যবহার করে যানবাহনের গতি মাপা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান জানান, সকলের জন্য মহাসড়ক নিরাপদ রাখতে কাজ করে যাচ্ছেন হাইওয়ে পুলিশ সদস্যরা। পাশপাশি দুর্ঘটনা এড়াতে যাত্রী ও গাড়ি চালকদের মাঝে সচেতনতাও বৃদ্ধি করা হচ্ছে। কোনো চালক মাদকাসক্ত হয়ে গাড়ি চালাচ্ছেন ডোপ টেস্টের মাধ্যমে তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হচ্ছে। মাত্রাতিরিক্ত গতি নিয়ন্ত্রণে স্পিড গান ব্যবহার করে চালকদের সতর্ক করা হচ্ছে।

তিনি বলেন, মহাসড়ক যেন আর কারও কান্নার কারণ না হয়ে ওঠে সে ব্যাপারে সচেষ্ট রয়েছে হাইওয়ে পুলিশ। এসময় ট্রাফিক আইন মেনে চলতে সকলকে অনুরোধ জানান তিনি।

আসাদুজ্জামান বলেন, চালকদের সচেতনতা বৃদ্ধি পেলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।

আগামীকাল ‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এ প্রতিপাদ্য পালিত হবে নিরাপদ সড়ক দিবস।