জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে ফেনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজমান।
‘মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ’ এ প্রতিপাদ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় সভার আয়োজন করে ফেনী বিআরটিএ।

সভায় বক্তব্য প্রদানকালে দুর্ঘটনার বিভিন্ন কারণ তুলে ধরে জেলা প্রশাসক বলেন, যত্রতত্র গাড়ি পার্কিং, যেখানে সেখানে যাত্রী উঠানামার কারণে অন্য গাড়ি চলতে সমস্যা হয়। চালকদের সামান্য টাকার লোভে বিভিন্ন দুর্ঘটনা পর্যন্ত ঘটে।
তিনি বলেন, চালকরা লাইসেন্সের বিষয়েও গুরুত্ব দেয় না। অনেকের বিভিন্ন রকম শারীরিক সমস্যায় থাকে, ঠিকমত চিকিৎসাও করেনা। চালকদের জীবনযাত্রার মানও তেমন ভালো না। এগুলোর জন্যও গাড়ি দুর্ঘটনা ঘটে। বাংলাদেশে এ সমস্যাগুলো সমাধান করতে না পারলে নিরাপদ সড়ক বাস্তবায়ন করা সম্ভব নয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম জাকারিয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন সড়ক ও জনপদ বিভাগ, ফেনীর নির্বাহী প্রকৌশলী আহসান উদ্দিন আহমেদ, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান।

বিআরটিএ ফেনীর মোটরযান পরিদর্শক মোঃ জমির হোসেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি গোলাম নবী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সংগঠনিক সম্পাদক আজম চৌধুরী, ফেনী জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আলী, পৌর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল করিম, সাংবাদিক আবু তাহের ভূঁইয়া, দিলদার হোসেন স্বপন। চালকদের পক্ষে বক্তব্য রাখেন মোঃ কামাল উদ্দিন, মোঃ সোহেল ও মোঃ নাসির উদ্দিন।