সোনাগাজী উপজেলার তিনটি বাজারে অভিযান চালিয়ে ছোট-বড় ১৬৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনী। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা শিরিন।

পাউবো ফেনীর উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ নুর নবী জানান, পানি সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের বাদামতলী ও সোনাপুর বাজার এবং সদর ইউনিয়ন বাজারে অভিযান চালিয়ে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

তিনি জানান, ইতিপূর্বে অবৈধ দখলদারদের একাধিকবার নোটিশ দিয়ে অবৈধ স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হলেও তারা সরায়নি। তাই আজকে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

অভিযানে আরও অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ফেনীর সহকারী পরিচালক (ভূমি) মোঃ জহিরুল ইসলাম, শাখা কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, মোঃ কামরুল ইসলাম, সিরাজুল ইসলাম, সহকারী রাজস্ব কর্মকর্তা মোঃ শরীফ, সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক মোঃ মোবারক হোসেন।