২৪ নভেম্বর, ২০১৯ ।। নিজস্ব প্রতিবেদক।।


ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্সে রয়েছে। যেখানে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেখানে ব্যবস্থা নেয়া হবে।


রবিবার (২৪ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় দুর্নীতি প্রতিরোধ দিবসে প্রস্তুতি কমিটির সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক।


সভাপতির বক্তব্য প্রদানকালে জেলা প্রশাসক আরও বলেন, আমি নিজে অনিয়ম করে অনিয়মের কথা বললে হবে না। মন ও দেহটা পবিত্র কিনা দেখতে হবে। সারা বছর দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে। ‘আমি দুর্নীতি করব না, কাউকে দুর্নীতি করতে দেব না। মানুষকে সেবা দিব’- এটা আমাদের অঙ্গীকার করা উচিৎ।


এসময় দুর্নীতি প্রতিরোধ কমিটির বিষয়ে তিনি বলেন, রাজনীতির সাথে সক্রিয় ও বিতর্কিত লোক নিয়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি গঠন করবেন না। যা পরে হাস্যকর বিষয়ে পরিণত হবে। দুর্নীতি প্রতিরোধ কমিটি একটি অরাজনৈতিক সংগঠন।


তিনি আরও বলেন, ভূমি অফিস, বিআরটিএ, পাসপোর্ট অফিস, পৌরসভা, থানা, সমাজসেবা অফিস, শিক্ষা অফিস ও হিসাবরক্ষণ অফিস এসব অফিসগুলোত দুর্নীতি ও হয়রানির অভিযোগ রয়েছে। এসব অফিসে দালালদের দৌরাত্ম বেশী। দালালদের নির্মূল কার্যকর জোরদার করতে হবে।


সভায় বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের নোয়াখালী আঞ্চলিক অফিসের উপ-পরিচালক মো: জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার কাজী সলিম উল্যাহ, ফেনী জেল সুপার রফিকুল কাদের, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কাজী ইফতেখার আহমেদ, জেলা তথ্য অফিসার মো: বেলায়েত হোসেন, ফেনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব ও সদস্য এডভোকেট ইসমাইল হোসেন সিরাজী, আরিফুল আমিন রিজভী।


সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুমনী আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, ফুলগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল হাসান, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছমিন আকতার, ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আকতার হোসেন মজুমদার, প্রাথমিক শিক্ষা অফিসার মো: নুরুল ইসলাম প্রমুখ।