ফেনীতে স্পষ্টভাবে উৎপাদনের তারিখ ও মূল্য তালিকা না থাকায় ২ প্রতিষ্ঠানের ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ সোমবার (১৬ নভেম্বর) বেলা ১২টার দিকে এ অভিযান শুরু করেন অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা।

সোহেল চাকমা জানান, শহরের মহিপালে ও ফেনী সদরের লেমুয়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বীজের প্যাকেটে তারিখ স্পষ্টভাবে লিপিবদ্ধ না করায় জাহাঙ্গীর বীজ ভান্ডারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এরপর লেমুয়ায় অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় পালকি হোটেলকে ৬ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে ফেনীর নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা ছিদ্দিকা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী মোঃ আবু হানিফসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।