বেতন বৈষম্য নিরসনসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করছেন ছাগলনাইয়া উপজেলায় কর্মরত স্বাস্থ্য সহকারীরা। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মবিরতি শুরু করেছেন তারা। এতে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট, স্থাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক সম্মিলিত পরিষদ ছাগলনাইয়া উপজেলার নেতারা এ কর্মবিরতি পালন করছেন।

এতে অংশ নিচ্ছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হেলথ ইনচার্জ দুলাল চন্দ্র শীল ও মানিক চন্দ্র পাল, এএইচআই হুমায়ুন কবির, মোঃ মহসিন, মোঃ শাহজাহান ও ইব্রাহীম খলিল, এইচএ সাজেদা আলম, মোমেনা খাতুন, আসাদ চৌধুরী, সনদ রায় প্রমুখ।

স্বাস্থ্য সহকারীরা জানান, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রীর ঘোষণা, ২০১৮ সালে স্বাস্থ্যমন্ত্রীর ঘোষণা এবং ২০ ফেব্রুয়ারী ২০২০ তারিখে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত প্রতিশ্রুতি মোতাবেক স্বাস্থ্য পরিদর্শক-১১, সহকারী স্বাস্থ্য পরিদর্শক-১২, এবং স্বাস্থ্য সহকারীদের-১৩তম গ্রেড প্রদান করে নিয়োগবিধি সংশোধন সহ বেতন বৈষম্য নিরসনের দাবিতে আমরা এ কর্মসূচি পালন করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে বলে জানান তারা।