ফেনী শহরের মিজান রোডের তমিজিয়া জামে মসজিদের নতুন কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ নভেম্বর) দুপুরে মসজিদ কমপ্লেক্সে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ফেনী জেলা প্রশাসক ও মসজিদের কমিটি সভাপতি মোঃ ওয়াহিদুজজামান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মসজিদ কমিটির সহ-সভাপতি সুজন চৌধুরী, সহ-সভাপতি শেখ মহিউদ্দিন চৌধুরী, এ এস এম নুর উদ্দিন বাবুল, ডাঃ মোঃ শহিদ উল্যাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরীন সুলতানা, কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া।
কার্যকরী সদস্যদের মধ্যে নুরুল আলম চৌধুরী জিল্লু, আজিজুল হক, ইমন উল হক, ফজলুল কাদের চৌধুরী শামীম, সহিদুল ইসলাম সহিদান, শেখ ফজলে ইমাম রকি, গাজী খালেদ ইমাম জুয়েল, মোঃ নজরুল ইসলাম, শেখ আশিকুন্নবী সজীব উপস্থিত ছিলেন।
সভায় মসজিদটির অবকাঠামো সংস্কারসহ দৃষ্টিনন্দনভাবে সজ্জিত করে নতুনরূপে গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়।
মসজিদের কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক কাম মোতাওয়াল্লী সাবেক মন্ত্রী লেঃ কর্ণেল (অবঃ) জাফর ইমাম বীর বিক্রম অসুস্থতাজনিত কারনে সভায় উপস্থিত থাকতে না পারায় নতুন কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়েছেন।