ফেনীতে ‘ডায়াবেটিস সচেতনতা দিবস’ পালন করা হয়েছে। ‘কোভিড ও ডায়াবেটিস প্রতিরোধে বাঁচবে জীবন’ এ প্রতিপাদ্যে ফেনী ডায়াবেটিক সমিতির আয়োজনে রবিবার (২৮ ফেব্রুয়ারি) শহরের মিজান রোডের ফেনী ডায়াবেটিস হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ফিতা কেটে র‌্যালীর উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান।

র‌্যালীতে ফেনী ডায়াবেটিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীলসহ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।