কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে ফেনীতে পুলিশ ‘মেমোরিয়াল ডে’ পালিত হয়েছে। সোমবার (১ মার্চ) সকালে দিনটি উপলক্ষ্যে পুলিশ সুপার কার্যালয় প্রাঙ্গনে পুলিশ শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানান পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা। এসময় পুলিশের একটি চৌকস দল সালাম জানায়। নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ওমর হায়দার জানান, শ্রদ্ধা নিবেদন শেষে পুলিশ লাইন্স ড্রিল শেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান করেন পুলিশ সুপার ও তাদের খোঁজখবর নেন। এর আগে ফুল দিয়ে তাদের স্বাগত জানান পুলিশ কর্মকর্তারা।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম, সহকারি পুলিশ সুপার (ডিএসবি) খালেদ হোসেন। এছাড়া জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।