২৭ নভেম্বর ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।


ব্যাটারিচালিত রিকশা চলাচলে নীতিমালা প্রণয়নের দাবীতে জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামানের কাছে স্মারকলিপি প্রদান করেছে ব্যাটারিচালিত রিকশা ও মিশুক শ্রমজীবি সমিতি ফেনী জেলা। বুধবার (২৭ নভেম্বর) সকালে সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদের নেতৃত্বে চালক ও শ্রমিকরা এ স্মারকলিপি প্রদান করে।


সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ জানান, শহরে ব্যাটারিচালিত রিকশা চলাচলে অনুমতি প্রদান, আটককৃত রিকশার ব্যাটারি ও মটর ফেরত দেয়া, রাস্তায় চাঁদাবাজি বন্ধ করা ও বিকল্প ব্যবস্থা ছাড়া ব্যাটারিচালিত রিকশা উচ্ছেদ বন্ধ করার দাবিতে এ স্মারকলিপি প্রদান করা হয়।


এর আগে ফেনী শহরের স্টেশন রোড হতে একটি মিছিল শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।


ব্যাটারিচালিত রিকশা চালকরা জানান, বিকল্প ব্যবস্থা ছাড়া আমাদের উচ্ছেদ করলে আমাদের না খেয়ে থাকতে হবে।