ফুলগাজীর গ্রামীণ প্রগতি সংস্থার উদ্যোগে স্থানীয় হতদরিদ্র ১৪ ব্যক্তির মাঝে রিকশা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকালে এ উপলক্ষ্যে পুরাতন মুন্সীরহাট বাজারে সংস্থার স্থানীয় কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা যুব উন্নয়ন সংস্থার কর্মকর্তা শহীদুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী বেগম।

গ্রামীণ প্রগতি সংস্থার কর্মকর্তা মোঃ হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য হিসেবে রাখেন মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন, দরবারপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন মজুমদার, গ্রামীণ প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক মোঃ আজাদ হোসেন চৌধুরী।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর অর্থায়নে মুন্সীরহাটস্থ গ্রামীণ প্রগতি সংস্থা এ কর্মসূচী বাস্তবায়ন করেছে। অনুষ্ঠান শেষে ইউএনও ১৪ জন হতদরিদ্রের মাঝে রিকশা বিতরণ করেন।

উল্লেখ্য, ২০০৪ সাল হতে সংস্থাটি ফুলগাজী উপজেলায় দরিদ্র জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার প্রত্যয়ে অসংখ্য নারী-পুরুষদের কম্পিউটার, সেলাই প্রশিক্ষণ ও সেলাই মেশিন প্রদান, ছাগল বিতরণ করে আসছে। ২০১৯ সালেও ৭ জন দরিদ্র মানুষকে বিনামূল্যে রিকশা প্রদান করেছে সংস্থাটি।