মিরসরাইয়ে গ্রামবাসীর প্রচেষ্টায় মাদক ছাড়ার শপথ নিয়েছেন ১২ মাদকসেবী। বুধবার (৭ এপ্রিল) রাত ৮টায় উপজেলার খইয়াছড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সোনাইছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর কার্যালয়ে গ্রামবাসীর সম্মুখে মো. লিটন, নুরুল ইসলাম, পলাশ হোসেন, সেলিম উদ্দিন, মো. হৃদয়, মোশারফ হোসেন, চাপা ড্রাইভার, জুয়েল হোসেন, মাসুদ উদ্দিন, এরশাদ হোসেন, আবদুল কাইয়ুম, বাদশা উদ্দিন মাদক ছাড়ার শপথ নেন। তারা কেউ আগামীতে মাদকের সাথে জড়িত হবে না বলে এসময় জনসম্মুখে ঘোষণা দেন।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এসএম সরওয়ার উদ্দিন বলেন, মাদকের ভয়ঙ্কর আগ্রাসনে উদীয়মান যুব সমাজ ক্রমান্বয়ে জড়িয়ে পড়ছে। আমাদের গ্রামের পূর্ব পোলমোগরা গ্রামের কিছু যুবক গাঁজা, মদ সেবনের ফলে বিভিন্ন অপরাধের সাথে জড়িয়ে পড়ে। পরবর্তীতে এলাকার মাদকসেবীদের চিহ্নিত করে তাদের সাথে গ্রামবাসীকে নিয়ে বসি। গত বুধবার রাতে সমাজের সর্দার ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে তাদের সাথে সোনাইছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লি: এর কার্যালয়ে বসি। এসময় তারা মাদক গ্রহণের বিষয়টি স্বীকার করে এবং ভবিষ্যতে আর মাদক গ্রহণ করবেনা বলে মুচলেকা দেয়। পরবর্তীতে তাদেরকে শাস্তিস্বরূপ আগামী ১ মাস মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের জন্য বলা হলে তারা সানন্দে এ শাস্তি মেনে নেয়।