পুলিশের উপস্থিতি টের পেয়ে ছাগলনাইয়া উপজেলার ঘোপাল ইউনিয়নে বিপুল পরিমাণ মাদক রেখে পালিয়েছে পাচারকারীরা। আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) ঘোপাল ইউনিয়নের উত্তর লাঙ্গলমোড়া গ্রামের পলাশ নুরু ইসলাম সওদাগর বাড়ী রাস্তায় এ ঘটনা ঘটে।

ঘোপাল তদন্ত কেন্দ্র সূত্রে জানা যায়, মিরসরাই উপজেলার করের হাট ইউনিয়নে বালু কিয়া গ্রামের ইউছুপ ডাক্তার বাড়ীর আবুল কালামের ছেলে মোহাম্মদ পলাশ আজ ভোরে শুভপুর হয়ে ঘোপালের উত্তর লাঙ্গল মোড়া দিয়ে নিজের সিএনজিতে মাদক পাচার করছে, এমন খবরের ভিত্তিতে তদন্ত কেন্দ্রের এসআই এনামুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ওই স্থানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পলাশ নুরু ইসলাম মাদক ও গাড়ী রেখে পালিয়ে যায়।

ঘোপাল তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ শাহীন মিয়া জানান, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৭০ বোতল ভারতীয় বিয়ার, ১২ বোতল ভারতীয় মদ ও ৩১ বোতল ফেন্সিডিল। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিক্সাটি জব্দ করা হয়। উদ্ধারকৃত মালামালের মূল্য প্রায় ৫ লক্ষ টাকা। ইউনিয়নকে মাদক মুক্ত করতে কাজ করছে পুলিশ।