গত ২৪ ঘন্টায় ফেনীতে আরও ২৯ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৭৭ জনে। এ সময়ে আরও ১৫ রোগী সুস্থ হয়েছে। এ নিয়ে করোনা আক্রান্তদের মধ্যে মোট ২ হাজার ৩০০ জন সুস্থ হয়েছেন। আজ বুধবার (১৪ এপ্রিল) দুপুরে এসব তথ্য জানায় জেলা স্বাস্থ্য বিভাগ।

স্বাস্থ্য বিভাগ জানায়, গতকাল মঙ্গলবার (১৩ এপ্রিল) নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ফেনীর ১০৩টি, নোয়খালী সিভিল সার্জন অফিসে ফেনীর ৬জন বিদেশগামী যাত্রীর নমুনা পরীক্ষায় করা হয়। তার মধ্যে ২৯টি পজিটিভ এসেছে। নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ১১ জন, ছাগলনাইয়ায় ৭ জন, দাগনভূঞায় ৪ জন, পরশুরামে ৪ জন, ফুলগাজীতে ১ জন এবং সোনাগাজীতে ২ জন রোগী রয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৮.১৫ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ প্রদত্ত তথ্যমতে, পরীক্ষার জন্য মোট প্রেরিত ১৭ হাজার ৭০৮টি নমুনার মধ্যে প্রাপ্ত ১৭ হাজার ৩৩৬টি নমুনার ফলাফলে উক্ত সংখ্যা শনাক্ত করা হয়। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৭.৭৪ শতাংশ। সুস্থতার হার প্রায় ৭৪.৭৪ শতাংশ।

স্বাস্থ্য বিভাগ আরও জানায়, আজ পর্যন্ত আ্ইসোলেশেন চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৬৯৬ জন, তাদের মধ্যে হোম আইসোলেশনে আছেন ৬৭৪ জন, হাসপাতালে ভর্তি আছেন ২২ জন। ভর্তিকৃতদের মধ্যে ফেনী জেনারেল হাসপাতালে রয়েছেন ১২ জন, দাগনভূঞায় ১ জন, পরশুরামে ১ জন এবং মেডিনোভা হাসপাতালে ৩ জন ও ফেনী ডায়াবেটিক হাসপাতালে রয়েছেন ৫ জন।

অন্যদিকে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মোট ৫১ জনের মৃত্যু হয়েছে।