৩০ নভেম্বর ২০১৯ ।। ফেনী ডেস্ক ।।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামী ২ ডিসেম্বর (সোমবার) অনুষ্ঠিতব্য অনার্স ২য় বর্ষের হিসাব বিজ্ঞান পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফয়জুল করিম শনিবার (৩০ নভেম্বর) গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


মো. ফয়জুল করিম জানান, স্থগিত এই পরীক্ষার পরবর্তী তারিখ ও সময় সংশ্লিষ্ট সকলকে পরে জানানো হবে। এ পরীক্ষা ছাড়া অন্যান্য সকল বিষয়ের পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য তারিখ ও সময়সূচি অপরিবর্তিত থাকবে।