আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন রোটারি ক্লাবের যুব সংগঠন রোটার‌্যাক্ট এর ডিআরআর পদে নির্বাচন করছেন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রালের সাবেক সভাপতি রোটারেক্টর শরিফুল ইসলাম অপু। শনিবার (০১ মে) তিনি নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেন। রবিবার (০২ মে) যাচাই বাচাই শেষে তার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন নির্বাচন কমিশন।

এর আগে শনিবার বিকাল সাড়ে দুইটার দিকে সিলেট দক্ষিণ সুরমা কলেজে রোটার্য্যাক্ট জেলা প্রতিনিধি (২০২২-২৩) নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ শামছুল ইসলামের নিকট তার কার্যালয়ে ডিআরআর পদে প্রয়োজনীয় কাগজপত্র সহ মনোনয়ন পত্র জমা দেন অপু। মনোনয়ন পত্র যাচাই বাছাই শেষে রবিবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার একমাত্র বৈধ প্রার্থী হিসেবে তার নাম মেইল যোগে সকল ক্লাব সভাপতিদের জানিয়ে দেন।

প্রধান নির্বাচন কমিশনার শামছুল ইসলাম জানান, রবিবার মনোনয়ন যাচাই বাছাই শেষে বৈধ প্রার্থী ঘোষনা করা হয়েছে। ০৪ মে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন। একইদিন সর্বশেষ প্রার্থীর তালিকা ঘোষণা করা হবে।

উল্ল্যেখ্য ১২ জুন সিলেটে ৮ম রোটার্য্যাক্ট জেলা সম্মেলনে ভোট গ্রহন অনুষ্ঠিত হবার কথা থাকলেও একমাত্র বৈধ প্রার্থী হওয়ায় ডিআরআর (২০২২-২৩) হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন অপু।

এ নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রোটারিয়ান অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমেদ, রোটা. কফিল উদ্দিন বাবলু, রোটা. এ্যাডভোকেট একেএম মাজহারুল হক চৌধুরী, রোটা. মোহাম্মদ ফরহাদ হোসাইন।

অপু ২০০৮ সাল থেকে রোটার্য্যাক্ট আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন এবং ২০১০-১১ রোটারি বর্ষে রোটারেক্ট ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর সভাপতির দায়িত্ব পালন করেন। পরবর্তীতে সে রোটার‌্যাক্ট জেলা সংগঠন ৩২৮২ এর অতিরিক্ত জেলা রোটার‌্যাক্ট প্রতিনিধি, জেলা সচিবের দায়িত্ব পালন সহ অসংখ্য দায়িত্বে নিয়োজিত ছিলেন। এছাড়াও ক্রীড়া, সামাজিক, স্বেচ্ছাসেবী, সামাজিকসহ বিভিন্ন সংগঠনে নেতৃত্ব দিচ্ছেন অপু। নির্বাচনে প্রার্থী হয়ে সে সকলের দোয়া কামনা করেছেন।