চলমান করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রি এর পরিচালনা পরিষদের দ্বি-বার্ষিক নির্বাচন স্থগিত করা হয়েছে। দৈনিক ফেনীকে এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন বোর্ড চেয়ারম্যান এডভোকেট মোঃ নুরুল আমিন খান। তিনি জানান, গতকাল বৃহস্পতিবার (৬ মে) নির্বাচন কমিশনের বৈঠকে চলমান করোনা পরিস্থিতির কারণে নির্বাচন আপাতত স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়। পরিস্থিতি বিবেচনায় পরবর্তীতে নির্বাচনের তারিখ জানানো হবে।
নির্বাচনের বোর্ডের সদস্য এডভোকেট নুর হোসেন জানান, করোনা পরিস্থিতির কারণে মনোনয়ন সংগ্রহ করতে এবং ভোটাররাও চেম্বারে আসছেন না। তাই পরিস্থিতি বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
গত ১৮ মার্চ ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি দ্বি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ জুন নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল। ৩ মে থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু করা হয়েছিল।