করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ফেনীতে ৬ জনের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার (২৭ জুন) শহরের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিজা আক্তার বিথী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনা ভাইরাস সংক্রমণের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শহরের ট্রাংক রোড, মিজান রোড, নাজির রোড এবং গ্র্যান্ড হক টাওয়ারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং মাস্ক পরতে প্রচারণা চালানো হয়। একই সাথে স্বাস্থ্যবিধি অমান্য করায় সংশ্লিষ্ট আইনানুসারে ৬ ব্যক্তির ৮শ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

লিজা আক্তার বিথী জানান, জনস্বার্থে এ অভিযান চলবে। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।