চলমান কঠোর বিধিনিষেধে সাধারণ মানুষকে স্বল্প মূল্যে পণ্য দেবার লক্ষ্য সারাদেশের ন্যায় ফেনীতে ট্রেডিং কর্পোরেশন বাংলাদেশ (টিসিবি) ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি শুরু হয়েছে।
আজ মঙ্গলবার (৬ জুলাই) সকালে শহরের ট্রাংক রোডের মুক্তবাজার সহ বিভিন্ন স্থানে ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রয় শুরু করেছে সংস্থাটি। পণ্য বিক্রির প্রথম দিনেই ক্রেতাদের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে।
টিসিবির ডিলার জাকির হোসেন মনসুর বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আজ থেকে টিসিবির পণ্য বিক্রয় শুরু করা হয়েছে। তিনি জানান, প্রথম দিনে ৪ লিটার তেল, ২ কেজি চিনি, ২ কেজি মসুরের ডাল সহ প্রতিজনকে সর্বমোট ৬২০ টাকার পণ্য দেয়া হচ্ছে।
টিসিবির ডিলার বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সামাজিক দুরত্ব বজায় রেখে এই কার্যক্রম চলবে।
পণ্য কিনতে আসা হাবিব উল্ল্যাহ নামে একজন ক্রেতা বলেন, বাজারে সবকিছুর দাম যখন বেশী টিসিবির এই কার্যক্রম শুরু হওয়া আমাদের জন্য আর্শীবাদ। তিনি বলেন, এখন কাজ বন্ধ, আয় রোজগার নেই। কম দামে কিনে কয়েক দিন সংসারে যোগান দেয়া যাবে।
টিসিবির ডিলার জানান, প্রতি লিটার তেল ১০০ টাকা, চিনি ও মসুরের ডাল প্রতি কেজি ৫৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে।