গত ২৪ ঘন্টায় ফেনীর ৫২২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে নতুন করে আরও ১৬৯ জনের কভিড-১৯ শনাক্ত হয়েছে এবং আরও একজনের মৃত্যু ঘটেছে। আজ মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে এসব তথ্য জানায় ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান শাখা।

স্বাস্থ্য বিভাগের একই সূত্র জানায়, নতুন শনাক্তকৃতদের মধ্যে ফেনী সদরে ৯৫ জন, দাগনভূঞায় ১৫ জন, সোনাগাজীতে ৯ জন ছাগলনাইয়ায় ৩৯ জন, পরশুরামে ৪ জন এবং ফুলগাজীতে ৭ জন রয়েছে।

স্বাস্থ্যবিভাগ জানায়, আজ পর্যন্ত জেলায় মোট কোভিড-১৯ শনাক্তকৃত ব্যক্তির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৯৮ জন। মৃত্যু হয়েছে মোট ৮১ জনের।

একই সূত্র জানায়, আজ পর্যন্ত করোনা পরীক্ষার জন্য ফেনীতে ২৭ হাজার ৫২১টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ২৭ হাজার ৩৪৪ টি নমুনার ফলাফল পাওয়া গেছে। গতকাল শনিবার পর্যন্ত ফেনীতে টেলিমেডিসিন সেবা নিয়েছেন ৬৭ হাজার ৭৪৭ জন।