করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়’কে ১টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছে বাইকার সংগঠন ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনী। গতকাল রবিবার (১ আগস্ট) বিকেলে ফেনীর আদালত পাড়া এলাকার ইয়ামাহার শো রুমের সামনে এটি বিতরণ করা হয় ।
এ সময় ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনীর মডারেটর হাসান ইফতেখার আহামেদ ও তৌহিদ রিজভী অক্সিজেন সিলিন্ডারটি হস্তান্তর করেন ফেনীর সামাজিক সংগঠন "সহায়" এর প্রধান সমন্বয়ক মঞ্জিলা আক্তার মিমির কাছে। এসময় তিনি বলেন করোনার সংক্রমণের শুরু থেকেই আমরা আমাদের সংগঠন সহায়ের মাধ্যমে জেলা উপজেলায় নানা কর্মসূচি চালু রেখেছি এবং আমাদের একটি অক্সিজেন সাপোর্ট সেন্টার চালু রয়েছে। বর্তমানে জেলায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে সেই সাথে করোনায় আক্রান্ত হয়ে শ্বাসকষ্টের রোগীও বাড়ছে। তাই আমাদের হটলাইন নাম্বারে কল করে বিনামূল্যে অক্সিজেন সেবা নিচ্ছে অনেকেই। আমাদের চলমান কর্মকান্ডে ইয়ামাহা রাইডার্স ক্লাব ফেনীর উদ্যোগে দেওয়া এই অক্সিজেন সিলিন্ডারটি আমাদের জন্য অনেক সহায়ক হবে ।