দাগনভূঞা উপজেলা আওয়ামী যুবলীগের ৭১ সদস্যকে সাংবাদিক ও গবেষক আরিফুল আমীন রিজভীর গবেষণা গ্রন্থ ‘ফেনীতে বঙ্গবন্ধু ও সমসাময়িক রাজনীতি’ উপহার দিয়েছেন জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব। গতকাল শনিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে উপজেলা যুবলীগের বর্ধিত সভায় নিজ হাতে বইটি যুবলীগের নেতাকর্মীদের হাতে তুলে দেন তিনি।


রাজীব চৌধুরী দৈনিক ফেনীকে জানান, ফেনীতে বঙ্গবন্ধুর আগমন, আগমনের কারণ, দেশের প্রত্যন্ত অঞ্চলে বঙ্গবন্ধু কিভাবে কাজ করেছেন, কিভাবে জনমত তৈরি করেছেন, বইটি পড়ে তা জানা সহজ হবে।

এর আগে দাগনভূঞা উপজেলা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান দিদারুল কবির রতন। সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজীব। এতে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি রাশেদুল ইসলাম হাজারী, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জহির, প্রচার সম্পাদক রিয়াজ উদ্দিন রুবেল, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক বেলায়েত হোসেন রুবেল, সদস্য রিয়াদ আহসান সুমন।

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের সভাপতি আবুল ফোরকান বুলবুল। এসময় উপজেলা যুবলীগের আওতাধীন বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন।