ফেনী ডায়াবেটিক সমিতির ২৮তম বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৪ মার্চ) দুপুরে ডায়াবেটিস হাসপাতালের নতুন ভবনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলাপ্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান।
এসময় তিনি ডায়াবেটিস হাসপাতালের কাজের প্রশংসা করে অতীতের ন্যায় সামনেও চিকিৎসা সেবায় নিরলসভাবে কাজ করার আহবান জানান।
সমিতির সভাপতি আকম সাহিদ রেজার সভাপতিত্বে, সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জাকির হাসান, সিভিল সার্জন ডা. মোঃ শিহাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট হাফেজ আহমেদ, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি আইনুল কবির শামীম, সমিতির আজীবন সদস্য প্রিয়রঞ্জন দত্ত। আরও বক্তব্য রাখেন সমিতির আজীবন সদস্য, কার্যকরী কমিটির সদস্য।
উল্লেখ্য সভায় আকম সাহিদ রেজাকে সভাপতি ও শুসেন চন্দ্র শীলকে সাধারণ সম্পাদক করে ২০২৩-২৪ সালের জন্য ২৩ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটির নাম ঘোষণা করে ডায়াবেটিস সমিতি নির্বাচন কমিশন।