পুরাতন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আঞ্চলিক সড়কের ফেনী শহরতলীর দাউদপুল এলাকায় রাস্তা পার হতে গিয়ে ছুটন্ত বাইকের চাপায় তরকারি আড়তের এক কর্মচারী নিহত হয়েছে। নিহতের নাম কামরান (৫০)। রবিবার (৫ই মার্চ ) রাত ১০ দিকে এ ঘটনা ঘটেছে। মুমূর্ষু অবস্থায় সহকর্মীরা তাকে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে থেকে কামরানকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যেতে বলা হয়েছিল। নেবার প্রাক্কালেই তার মৃত্যু ঘটেছে। 

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, এ ব্যাপারে পুলিশ খোঁজ খবর নিচ্ছে। 

তবে ওই এই রিপোর্ট লেখা পর্যন্ত ওই বাইক এবং তার চালকের কোন পরিচয় মেলেনি। 

নিহতের সহকর্মী শ্রমিক মোঃ আব্দুল আলী জানান, তিনি দীর্ঘদিন আড়তের হাজী আবু তাহেরের প্রতিষ্ঠান আরাফাত বাণিজ্যালয়ের ম্যানেজার হিসেবে কাজ করতেন। আড়তে আসার সময় রাস্তা পার হতে গিয়ে শহরের দিক থেকে আসা একটি বেপরোয়া বাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দা ও সহকর্মীরা তাকে  উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে আসে। চট্টগ্রাম পাঠানোর প্রস্তুতি নেবার সময় রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এস.এম সোহরাব আল হোসাইন তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ওই ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। 

কামরান ফেনী পৌরসভার আরামবাগ এলাকার মৃত সাদেক আলীর ছেলে।