আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল জেলা ৩১৫বি২ এর অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব ফেনী সেন্ট্রাল এর যুব সংগঠন ফেনী সেন্ট্রাল লিও ক্লাব গত ১লা জুলাই (শনিবার) কোরআন শরিফ বিতরণ ও ঈদ পূর্ণমিলনী এর মাধ্যমে ২০২৩-২৪ লিও বর্ষের সেবা কার্যক্রম শুরু করেছে। 

ফেনী শহরের রাণিরহাটস্থ তৃপ্তি এগ্রো পার্ক-এ লিও ফাহিম মোর্শেদ এর সভাপতিত্বে ও লিও আব্দুল্লাহ আল আলামিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫বি২ এর রিজিওন চেয়ারপারসন (হেডকোয়ার্টার), হীরা বিস্কুট (প্রা:) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন আনোয়ার হোসেন ভূঁইয়া এমজেএফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন জেলা ৩১৫বি ২ এর রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মহিউদ্দিন মাহি। এছাড়াও উপস্থিত ছিলেন, ফেনী সেন্ট্রাল লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ফারুক আহমেদ, ফেনী মুহুরি লায়ন্স ক্লাবের প্রাক্তন সভাপতি লায়ন মোহাম্মদ আবু তাহের ভুঁইয়া, ফেনী সেন্ট্রাল লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট ও আইপিপি লায়ন পলাশ চন্দ্র সূত্রধর, ভাইস প্রেসিডেন্ট লায়ন ডা: আমিনুল ইসলাম রাসেল, ফেনী সিটি লায়ন্স ক্লাবের ট্রেজারার লায়ন আনিসুল হক দিদার, ফেনী মুহুরি লায়ন্স ক্লাবের সদস্য লায়ন মো: ফয়সাল ভুঁইয়া, ফেনী সেন্ট্রাল লায়ন্স ক্লাবের ক্লাব এডমিনিস্ট্রেটর লায়ন সৈয়দ আশরাফুল হক আরমান, লিও জেলা ৩১৫ বি২ এর সদ্য প্রাক্তন সভাপতি লিও মির হোসেন মাসুদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি লিও তাসিন সোবহান, ফেনী সেন্ট্রাল লিও ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট লিও রাহাত আহমেদ, আইপিপি লিও মো: হারুণ, ভাইস প্রেসিডেন্ট লিও ফাহাদ, লিও অপু, ট্রেজারার লিও সাজ্জাদ সহ লিওবৃন্দ। উক্ত অনুষ্ঠানে লায়নবৃন্দ লিওদের প্রতি দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে কেক কেটে ২০২৩-২৪ লিও বর্ষের শুভ সূচনা করা হয়।