ফেনী-১ আসনের সংসদ সদস্য আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিম বলেছেন, সারাদেশের মধ্যে ফেনী একটি সমৃদ্ধ জেলা, আর ফেনীর মধ্যে সমৃদ্ধ হচ্ছে ছাগলনাইয়া উপজেলা। ছাগলনাইয়ার মানুষ আমাকে জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করেছে। মনে রাখতে হবে দল যার যার ছাগলনাইয়া সবার, দল যার যার ফেনী-১ আসন সবার। গতকাল সোমবার (১ এপ্রিল) চট্টগ্রামে ছাগলনাইয়া সমিতির উদ্যোগে নগরীর আগ্রাবাদে দি কপার চিমনি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে আলাউদ্দিন নাসিম আরও বলেন, এই সমিতি অনেক দূর এগিয়েছে। আমি উত্তরোত্তর সাফল্য কামনা করছি। ফেনী-১ আসন নিয়ে নিজের উন্নয়ন পরিকল্পনার কথা ব্যক্ত করে তিনি বলেন, যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ইতোমধ্যে পরিকল্পনা করা হয়েছে। ঈদের পর তা বাস্তবায়ন করা হবে।

সমিতির সদস্য সচিব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এ. জি. এম. নিয়াজ উদ্দিন ও যুগ্ম আহবায়ক আতিকুল আলম মজুমদারের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার শিহাব উদ্দিন মাসুদ, প্রান্তিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মো. গোলাম সরোয়ার, পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, নৌ পুলিশ, চট্টগ্রামের পুলিশ সুপার আ ফ ম নিজাম উদ্দিন, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান মুস্তফা কামরুল আখতার। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির আহবায়ক মো. দেলোয়ার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন সমিতির আহ্বায়ক কামরুল হাসান চৌধুরী আপেলসহ একাধিক নেতা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ছাগালনাইয়া পৌরসভার মেয়র মো. মোস্তফা, চট্টগ্রামস্থ ফেনী জেলা সমিতির সহসভাপতি বেলায়েত হোসেন, চট্টগ্রাম বন্দরের সিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক কাজী শেখ নুরুউল্লাহ্ বাহার, টিএসএম গ্রুপের ব্যবস্থপনা পরিচালক শামীম চৌধুরী, ফেনী জেলা পরিষদ সদস্য কাজী ওমর ফারুক প্রমুখ।

অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সভাপতি প্রফেসর মমতাজ উদ্দিন আহমেদ, বিভাগ সিএমপির উপ-পুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান, এএসপি শরীফ, চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানার ওসি ফজলুল কাদের পাটোয়ারী, পোর্টল্যান্ড গ্রুপের পরিচালক জাকির হোসেন এবং রবিউল হোসেন বাবু, ওসি (ডিবি) মো. জহির, পুলিশ পরিদর্শক আবছার, চট্টগ্রাম কোর্ট পরিদর্শক জাকির হোসেন সহ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী ও প্রশাসনের উচ্চপদস্ত কর্মকর্তরা উপস্থিত ছিলেন।

সমিতির আহবায়ক কমিটির অন্যান্যদের মধ্যে ছিলেন যুগ্ম আহবায়ক মোশারফ হোসেন ভুঁইয়া, আহমেদ হোসেন ভুঁইয়া, নির্বাহী সদস্য জাহের আহাম্মেদ মুরাদ, পলাশ মজুমদার, মোঃ আলমগীর, নাছির উদ্দিন চোধুরী, মোঃ এমরান হোসেন ভূঁইয়া হালিম, আরশাদ হোসেন শালীম প্রমুখ।