স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফেনীর পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে স্মারকলিপি প্রদান করেছে ভলান্টিয়ার্স ফর ফেনী’র সদস্যরা। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ফেনী পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বরাবরে এ স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে ছাত্র-জনতার ঐক্যের ভিত্তিতে ফেনী পৌর এলাকায় জমে থাকা আবর্জনা অপসারণ করে শহরের সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে ৫ দফা দাবি জানানো হয়।

ভলান্টিয়ার্স ফর ফেনীর সমন্বয়ক উৎপল সুজন জানান, বন্যার পর থেকে শহরের সর্বত্র যত্রতত্র ময়লা আবর্জনার স্তুপ জমে আছে। বর্জ্যের কারণে দুর্গন্ধ ও রোগজীবাণু ছড়াচ্ছে। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে এবং নানাবিধ রোগ যেমন ডায়রিয়া, আমাশয়, চর্মরোগ দেখা দিয়েছে এবং ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে। তাই শহরের পরিবেশ রক্ষা করতে হলে যার যার অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে। এ দাবিতে ফেনী পৌর প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, শহরের পরিবেশ রক্ষা করতে হলে পৌর কর্মচারী-কর্মকর্তা, পরিচ্ছন্নতা কর্মীসহ ছাত্র-নাগরিক সমাজের ঐক্যের মধ্য দিয়ে জনজীবন স্বাভাবিক করতে এগিয়ে আসতে হবে।

বর্তমান পরিস্থিতিতে ফেনী পৌরসভার জনবল ও সরঞ্জাম সংকটের কথা উল্লেখ করে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ^াস দেন ফেনী পৌর প্রশাসক।

এর আগে ফেনী পৌর চত্ত্বরে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনে বাংলাদেশ পুনর্জীবিত হয়েছে। এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে দেশ ও দশের তরে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে।

স্মারকলিপিতে বর্জ্য অপসারণে পর্যাপ্ত জনবল (পরিচ্ছন্নতাকর্মী) এবং ব্লিচিং পাউডারসহ পর্যাপ্ত সরঞ্জামাদি সরবরাহ, ওয়ার্ডভিত্তিক তত্ত্বাবধায়ক নিযুক্ত করে মনিটরিং এবং সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঠিক করে বর্জ্য অপসারণ ও নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ, বর্জ্য অপসারণের পর্যাপ্ত পরিবহনের ব্যবস্থা এবং দুর্যোগকালীন পরিস্থিতি বিবেচনায় পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের বিশেষ মজুরির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে।

স্মারকলিপি প্রদানকালে আরও উপস্থিত ছিলেন সংগঠক নাজনীন সুলতানা, সালমান পার্সি, কামরান হাসান নাঈম, দোলন মল্লিক, মোবারক জামশেদ, আহমেদ আজমী, জাহিদুল রবিন, ইন্দ্রানী সোমা প্রমুখ।

উল্লেখ্য, বন্যার শুরু থেকেই শহরের রাজাঝির দিঘির পূর্বপাড়ে নবীনচন্দ্র সেন পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে উদ্ধার তৎপরতা, ত্রাণ কার্যক্রম, সুপেয় পানি, জরুরী চিকিৎসা সেবাসহ দুর্গত মানুষের জন্য কাজ করছে স্বেচ্ছাসেবীদের প্লাটফর্ম ‘ভলান্টিয়ার্স ফর ফেনী’।